Question 1 :
1. The next number in the series
2, 5, 14, 41 is----------
Question 2 :
The Eighth Schedule of the
Indian Constitution deals
with
অষ্টম তফসি ভারতীয় সংবিধান চুক্তিসাথে--
Question 8 :
The sum of the first ten even
numbers is/প্রথম দশটি সংখ্যার সমষ্টি কত?
Question 9 :
How many numbers between
101 and 300 are exactly divisible by both 3 and 5 ?
এর মধ্যে কয়টি সংখ্যা
101 এবং 300 ঠিক 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য হয়?
Question 12 :
The Suez Canal connects the
Mediterranean Sea with the/সুয়েজ খাল টি সংযোগ করে
ভূমধ্যসাগরের সাথে
Question 13 :
রাহুল ও রােশনীর বয়সের অনুপাত 2 : 1, 30 বছর পর এদের বয়সের অনুপাত হাবে 7 : 6, রাহুলের বর্তমান বয়স :
Question 16 :
. Which country has the largest number of Post Offices in
the world ?
. কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে
পৃথিবী?
Question 17 :
যদি mud বলতে water, water বলতে heat, heat বলতে gas, gas বলতে air, air বলতে fire, তাহলে মাছ বা fish কোথায় সাঁতার কাটে ?
Question 18 :
কোনও পরীক্ষায় রাম 30 % নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে ও মােহন 40 % নম্বর পাওয়ায়পাস নম্বরের থেকে 35 বেশি পায় । ওই পরীক্ষায় পাস করার জন্য কত নম্বর পেতে হবে ?
Question 19 :
A- এর আয় B- এর আয়ের 2/5 অংশের 40 % । B- এর আয় যদি 4000 টাকা হয় তবে A- এর আয় কত ?
Question 20 :
. 80 লিটার দুধ ও জলের মিশ্রণে, দুধ ও জলের অনুপাত হল 3 : 1। যদি দুধ ও জলের মিশ্রণ 2 : 3 হয় । কত পরিমাণ জল পরে মেশানাে হয়েছে ?
Question 21 :
যদি 10 জন লােক 8 দিনে 20 একর জমি চাষ করতে পারে, 10 দিনে 100 একর জমি কত লােক চাষ করবে ?
Question 29 :
36 টি বই - এর ক্রয়মূল্য 30 টি বইয়ের বিক্রয়মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয় ?
Question 30 :
এক ব্যক্তি 5000 টাকার কিছু অংশ 6 % সুদের হারে ও বাকি অংশ 9 % সুদের হার জমা রাখলে একবছর পর 390 টাকা সুদ পাওয়া যায় । ব্যক্তিটি কী অনুপাতে টাকাটি ভাগ করেছেন ?
Question 31 :
একটি সাংকেতিক পদ্ধতি অনুযায়ী ' Sister ' শব্দটির সাংকেতিক নম্বর 88 হলে, ওই একই পদ্ধতিতে ' Joyful ' কথাটির সাংকেতিক নম্বর কত ?
Question 32 :
ভদ্রলোক অপর এক ভদ্রলোককে বলেছিলেন, তোর বাবার ছেলে হল আমার ছোট ভাই এবং আমার পিসির দাদার ছোট chele তুই । তবে দুই ভদ্রলোকের সম্পর্ক কী ?
Question 33 :
বিবৃতি: I কিছু গাছ হল বন ।
Ii. কিছু বন হল বাড়ি ।
Iii. কিছু বাড়ি হল তাঁবু ।
সিদ্ধান্ত: I. কিছু তবু হল বন ।
Ii. কিছু বাড়ি হল গাছ ।
Question 34 :
যদি দুটি বিমান একই বিমানবন্দর বেলা ১ টায় ত্যাগ করে, তাহলে তারা 3 টেয় পরস্পর থেকে কত দূরে অবস্থান করবে যদি প্রথম টি ঘন্টায় 150 মাইল বেগে ঠিক উত্তরে ও অন্যাটি 200 মাইল বেগে ঠিক পশ্চিমে যায় ?
Question 36 :
নীচের কোন পদাধিকার ব্যতীত অন্য সবাইকে পার্লামেন্ট বিতাড়িত করতে পারে ?
Question 37 :
যদি CARROM –কে লেখা হয় DBSSPN, তবে HOUSE –কে কী লেখা হবে ?
Question 41 :
কোনো একটি কোড় ভাষায় ' pe sa de mi ' বলতে বোঝায় yes well no mean এবং ' pel mi sa de ' বলতে বোঝায় । sell meal well no , তাহলে ' yes ' শব্দের কোড় কী ?
Question 42 :
যদি APPROACH কে CHOAPRAP এই কোডে লেখা হয় তাহলে RESTRICT কে কী কোডে লেখা হয় ?
Question 43 :
A, B, C যথাক্রমে 10,000 টাকা 14,000 টাকা ও 12,000 টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে | তারা বছরের শেষে 5,400 টাকা লাভ করে মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে B এর লভ্যাংশ কত টাকা ?
Question 44 :
কোনো শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে 25 জন বাংলা ও 16 জন হিন্দি নেয় | 12 জন ছাত্র কোনো ভাষাই রাখেনি | কতজন ছাত্র উভয় ভাষাই রেখেছে ?
Question 50 :
একটি বাগিচায় 10 টি গাছ লাগানাে হয়েছে প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার, তবে দুই প্রান্তের দু’টি গাছের মধ্যে দূরত্ব কত ?
Question 51 :
Change the narration
. Ramesh said, "I went to school yesterday."
Question 55 :
Find the error part of the sentence----
(a) All his sister-in laws /(b) are extremely co- operative / (c) and she doesn’t miss her real sisters at all./ (d) No error
Question 56 :
(a) The committee/ (b) could not come to/ (c) a final conclusion./ (d) No error.
Question 57 :
He hates everybody (a)/ and everything who (b)/ reminds him (c)/ of his blunder. (d)
Question 58 :
(a) Even after sixty years of independence/ (b) lakhs of people/ (c) do not have bed to sleep./ (d) No error.
Question 59 :
From the given alternatives choose the one which best expresses the given sentence in Passive/Active Voice.
Question : 1
A great man acknowledged me as a flatterer to him.